ঢাকা | 15 January 2026

সবাইকে নিয়ে নির্বাচন না হলে, নির্বাচনে যাবো না - কাদের সিদ্দিকী

স্টাফ রিপোর্টার, .
নিউজ প্রকাশের তারিখ :Dec 13, 2025 ইং
ছবির ক্যাপশন: ছবির ক্যাপশন:
ad728
 মুক্তিযুদ্ধের কিংবদন্তী ও কাদেরিয়া বাহিনীর সর্বাধিনায়ক, কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বীর উত্তম বলেছেন  "বাংলাদেশের সবাইকে নিয়ে যদি নির্বাচন হয়, আমি কৃষক শ্রমিক জনতা লীগ আমার গামছার দল নির্বাচন করব। আর যদি বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ মানুষ বাদ থাকে, শুধু বিএনপি, জামাত আর এনসিপি এ নিয়ে নির্বাচন হলে ২০℅ ভোটার ভোট দিতে যাবে না, ওই ভোটে আমরাও যাব না। সেই জন্য অধ্যাপক ইউনুস আমি সোজা কথা বলতে জানি, লম্বা মানুষ কিছুটা গর্ধব হয়, আমি কিন্তু বলেছি আমি আপনাকে চিনতে পারি নাই, আমার আগে আপনাকে হাসিনা চিনেছে, দেশের মানুষ চিনেছে, সেই জন্য বলছি কারো ক্ষমতা চিরকালের নয়, হাসিনাকেও বারবার বলেছি শুনেন নাই উনি,  উনাকে আমি মায়ের মত সম্মান করি, আর আপনারা জানেন আমি মায়ের জন্য কি করতে পারি, এটা বাংলাদেশের মানুষ জানে টাঙ্গাইলের মানুষও জানে। সেই জন্য বলছি শেখ হাসিনার অন্যায় শেখ মুজিবের অন্যায় না, শেখ হাসিনার অন্যায় মুক্তিযুদ্ধের অন্যায় না, শেখ হাসিনার অন্যায় আওয়ামী লীগের অন্যায় না, যে আওয়ামী লীগ জন্ম দিয়েছেন মাওলানা ভাসানী যে আওয়ামী লীগ জন্ম দিয়েছেন শামসুল হক সেই আওয়ামী লীগের অন্যায় নয়। তাই হাসিনার বিচার করবেন বলে আপনি আওয়ামী লীগেরও বিচার করবেন, করতে পারবেন না পারবেন না পারবেন না । আইয়ুব খান পারে নাই ইয়াহিয়া খান পারে নাই আপনারাও পারবেন না, এটা করবেন কেনো? আওয়ামী লীগের যারা দোষী যারা অন্যায় করেছে তাদের বিচার করেন। কোর্টে নেন সবাই আওয়ামী লীগের দোসর, স্বৈরাচার, তাহলে কি আপনারা আমের আচার। আওয়ামী লীগ যদি স্বৈরাচার হয় যে কাজগুলি আপনারা করছেন এখন এগুলো কি আমের আচার?

 ১১ ডিসেম্বর টাঙ্গাইল হানাদার মুক্ত দিসব উপলক্ষে  শহীদ স্মৃতি পৌর উদ্যানে মহান মুক্তিযুদ্ধের কাদেরিয়া বাহিনী আয়োজিত র‍্যালি পরবর্তী আলোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব বলেন। তিনি আরও "আমি যতদিন বেঁচে থাকব বঙ্গবন্ধুকে বুকে লালন করে বেঁচে থাকব, আমি যতদিন বেঁচে থাকব জয়বাংলা বলে বেঁচে থাকবো। 

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ও সাবেক মন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকী। 

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ বীর বিক্রম,বীর মুক্তিযোদ্ধা কাজী আশরাফ হুমায়ুন বাঙাল এবং কাদেরিয়া বাহিনীর খেতাবপ্রাপ্ত ও বরেণ্য বীর মুক্তিযোদ্ধাগণ।



কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ