টাঙ্গাইল মধুপুরে মহান বিজয় দিবস উদযাপিত হয়েছে। এ সময় শহীদ বেদিতে পুষ্পস্তবক অর্পণ ও শহীদদের আত্মার মাহফেরাত কামনা করা হয়। মঙ্গলবার (১৬ডিসেম্বর) দুপুরে মধুপুর রানীভবানী পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে কুচকাওয়াজ, আলোচনা সভা অনুষ্ঠানের মাধ্যমে ১৬ ডিসেম্বরকে স্মরনীয় করে রাখতে মহান বিজয় দিবস ২০২৫ উদযাপিত হয়েছে।
মধুপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জুবায়েরতুই কেমন আছো হোসেন এ সভাপতিত্বে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সহকারি কমিশনার (ভূমি) নঈম উদ্দীন, মধুপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাফর ইকবাল, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. সাইদুর রহমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রাকিব আল রানা, উপজেলা সমাজসেবা মোস্তফা হোসাইন, উপজেলা প্রকল্প অফিসার রাজিব আল রানা , প্রাণি সম্পদ অফিসার মনিরুজ্জামান, বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুস ছামাদ সহ বিভিন্ন সরকারি বেসরকারি ও সকল শিক্ষা প্রতিষ্ঠান প্রধান, শিক্ষক - কর্মচারীবৃন্দ, প্রিন্ট ও ইলেট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন ।
অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন একাডেমিক সুপারভাইজার মহি উদ্দিন আহমাদ ও উপজেলা খাদ্য নিয়ন্ত্রক সোহানা বিলকিস।