সারা দেশের ন্যায় টাঙ্গাইলের মধুপুরে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে গণভোট সম্পর্কে ভোটারদের উদ্বুদ্ধকরণ ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষে প্রচার প্রচারণা ও লিফলেট বিতরণ করা হয়।
এ কার্যক্রমের অংশ হিসেবে বৃহস্পতিবার (৮ জানুয়ারি) সকালে ৯নং অরণখোলা ইউনিয়ন পরিষদে গণভোট সম্পর্কে ভোটারদের উদ্বুদ্ধকরণ ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষে উপজেলা প্রশাসন এর উদ্যোগে গণভোট সম্পর্কিত ক্যাম্পেইনের আয়োজন করে।
মধুপুর উপজেলার ১টি পৌরসভা ও ১১টি ইউনিয়নে এ কার্যক্রম অব্যাহত থাকবে।
ক্যাম্পেইন পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ জুবায়ের হোসেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সমাজ সেবা অফিসার মোস্তফা হোসাইন, উপজেলা মহিলা বিষয়ক অফিসার শারমিন সুলতানা সুমি, বিভিন্ন ইউনিয়নের জন প্রতিনিধি সহ স্থানীয় জনগণ।