ঢাকা | 03 November 2025

বিএনপি’র দলীয় নির্দেশ মেনে চলতে হবে নেতাকর্মীদের: অ্যাড. মোহাম্মদ আলী

ধনবাড়ী (টাঙ্গাইল) প্রতিনিধ, .
নিউজ প্রকাশের তারিখ :Sep 21, 2025 ইং
ছবির ক্যাপশন: ছবির ক্যাপশন:
ad728

হাফিজুর রহমান:
দলীয় সকল নির্দেশনা মেনে চলে দেশ ও জনগনের পাশে থেকে উন্নয়নমূলক কর্মকান্ডে অংশগ্রহন করতে হবে বিএনপি’র সকল নেতা ও কর্মীদের। দলীয় শৃঙ্খলা ভঙ্গকারীর বিরুদ্ধে দলীয় সাংগঠনিক ব্যবস্থা নিবে বিএনপি বলে মন্তব্য করেছেন বিএনপি’র কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য টাঙ্গাইল-১ (মধুপুর-ধনবাড়ী) আসনের মনোনয়ন প্রত্যাশী অ্যাডভোকেট মোহাম্মদ আলী।

তিনি শনিবার(২০ সেপ্টেম্বর) বিকেলে টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলার বীরতারা ইউনিয়নের কেন্দুয়া বাজারে মোহাম্মদ আলীর বীরতারা ইউনিয়ন বিএনপি’র কর্মী সমর্থকদের আয়োজনে মোহাম্মদ আলীর বিশাল কর্মী সভায় প্রধান অতিথি’র বক্তব্যে এসব কথা বলেন।

এসময় তিনি আরোও বলেন,(মধুপুর-ধনবাড়ী)টাঙ্গাইল-১ আসনের জন সাধারণ স্থানীয় মানুষকে বিএনপি’র এমপি বানাতে চায়। বিগত সময়ে নানা জেল,জুলুম-অত্যাচারসহ নানা মামলার আসামী হয়ে জনসাধারণের পাশে থেকেছি। তাই দলীয় ভাবে আমাকে মনোনয়ন দেয়া হলে আমি এমপি হয়ে মধুপুর ধনবাড়ী বাসীর সকল সময়ে নানা উন্নয়নে পাশে থাকব ইনশাআল্লাহ। সেই সাথে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত সকল নির্দেশনা নেতা ও কর্মীদের কে মেনে চলার আহবান জানান।

সভায় আরোও বক্তব্য দেন, মধুপুর উপজেলা বিএনপি’র সাবেক সহ সভাপতি জয়নাল আবেদীন বাবলু, মধুপুর পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আ: লতিফ পান্না, বিএনপি নেতা শিল্পপতি আনোয়ার হোসেন, অধ্যক্ষ আব্দুল আজিজ, প্রফেসর রেজাউল হক, আইন উদ্দিন, বীরতারা ইউনিয়ন বিএনপি’র সাবেক সভাপতি আশরাফ হোসেন বিএসসি ও পিয়ারা বেগমসহ অন্যান্যরা।

কর্মী সভায় ধনবাড়ী ও মধুপুর উপজেলার বিভিন্ন এলাকার অ্যাডভোকেট মোহাম্মদ আলীর কর্মী সমর্থকরা উপস্থিত ছিলেন।



কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ