ঢাকা | 03 November 2025

শাহজালাল বিমানবন্দরের কার্গো ভিলেজে আগুন, নিয়ন্ত্রণে ৩৬ ইউনিট

প্রগতির আলো ডেস্ক, .
নিউজ প্রকাশের তারিখ :Oct 18, 2025 ইং
ছবির ক্যাপশন: শাহজালাল বিমানবন্দরের কার্গো এলাকায় আগুন। ছবির ক্যাপশন: শাহজালাল বিমানবন্দরের কার্গো এলাকায় আগুন।
ad728
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৩৬টি ইউনিট।

শনিবার (১৮ অক্টোবর) দুপুর ২টা ৩৪ মিনিটে খবর পেয়ে ফায়ার সার্ভিসের নয়টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।

ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার লিমা খানম জানান, আগুনের খবর পেয়ে প্রথমে চার ইউনিট এবং পরে আরো ২৪টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। এখন মোট ৩৬ ইউনিট কাজ করছে।

আইএসপিআর জানিয়েছে, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কার্গো সেকশনে সংঘটিত অগ্নি নির্বাপণে বাংলাদেশ সিভিল অ্যাভিয়েশনসহ বাংলাদেশ ফায়ার সার্ভিস এবং বাংলাদেশ বিমান বাহিনীর দুটি ফায়ার ইউনিট কাজ করছে।

বিমানবন্দরের সকল ফ্লাইট অপারেশন বর্তমানে স্বাভাবিক রয়েছে। সকলকে নিরাপদ এবং সচেতন থাকার জন্য অনুরোধ জানানো হয়েছে। আগুনের কারণ ও উৎস সম্পর্কে এখনো কিছু জানানো হয়নি।


কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ