ঢাকার গুলশানে একটি অভিজাত হোটেলের হলরুমে দিনব্যাপি অনুষ্ঠিত হয়েছে কোর্ট রিপোর্টিং বিষয়ক কর্মশালা। সুপ্রিম কোর্ট ও ইউএনডিপির সহযোগিতায় ১৪ ডিসেম্বর রোববার জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউট (নিমকো) এই কর্মশালার আয়োজন করে। এতে সহায়তা করে সুইডেন দূতাবাস। কর্মশালায় দেশের ১৪টি জেলার ৪০ জন রিপোর্টার অংশ নেন।
কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সুপ্রিম কোর্টের রেজিস্ট্রিার জেনারেল ও সুপ্রিম কোর্ট সচিবালয়ের সচিব মুহাম্মদ হাবিবুর রহমান সিদ্দিকী। এতে সভাপতত্বি করনে নিমকো'র মহাপরিচালক মুহম্মদ হিরুজ্জামান (অতরিক্তি সচবি)।
অন্যান্যের মধ্যে বক্তব্য দেন ইউএনডিপি বাংলাদেশের জ্যেষ্ঠ উপদেষ্টা (রুল অব ল, জাস্টিস অ্যান্ড সিকিউরিটি) রোমানা শোয়েগার, জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটের পরচিালক (প্রশাসন ও উন্নয়ন) মোসাম্মৎ রহিমা আক্তার এবং ইউএনডিপি বাংলাদশেরে হডে অব কমিউনিকেশন মো. আব্দুল কাইয়ূম, কর্মশালার পরচিালক ও জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটের উপপরিচালক আইরিন সুলতানা, কর্মশালা সমন্বয়ক ও জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউট সহকারী পরচিালক নাফিস আহমদে।
প্রধান অতিথি সুপ্রিম কোর্টের রেজিস্ট্রিার জেনারেল হাবিবুর রহমান সিদ্দিকী বলেন, গণমাধ্যম কর্মীদের বিচার বিভাগ সংক্রান্ত সংবাদে সত্য, নির্ভুল ও দায়িত্বশীল সাংবাদিকতা নিশ্চিত করা জরুরি। আজকের কর্মশালা সঠিক সত্য তথ্য উপস্থাপনের পূর্বে গভীরভাবে অনুসন্ধান ও পর্যবেক্ষণে দক্ষতা বাড়াবে।
ইউএনডিপি বাংলাদেশের জ্যেষ্ঠ উপদেষ্টা (রুল অব ল, জাস্টিস অ্যান্ড সিকিউরিটি) রোমানা শোয়েগার বলনে, ইউএনডিপি প্রায় এক যুগ ধরে বিচার বিভাগের উন্নয়ন ও সক্ষমতা বৃদ্ধি, প্রান্তিক জনগণের ন্যায়বিচার নশ্চিতে গ্রাম আদালত র্কাযক্রম সম্প্রসারণ, বিচার ব্যবস্থার প্রযুক্তিগত আধুনিকায়ন এবং নারীদের ন্যায়বিচারে প্রবেশাধিকার নিশ্চিতিকরণ সহ বহুমাত্রিক কার্যক্রম পরচিালনা করে আসছে। এই কর্মশালা তারই ধারাবাহিকতা।
অনুষ্ঠানে সভাপতত্বি নিমকো'র মহাপরিচালক মুহম্মদ হিরুজ্জামান (অতরিক্তি সচবি) বলেন, সাংবাদিকদের দক্ষতা উন্নয়নে কাজ করে জাতীয় গণমাধ্যম ইনস্টটিউট। সুপ্রিম কোর্ট ও ইউএনডিপির সহযোগিতায় আয়োজিত আজকের কর্মশালাটি বেশ উপভোগ্য ছিল। ছিল শিক্ষণীয়। আমিও আজ নতুন নতুন অনেক কিছু শিখেছি। আপনারাও শিখেছেন। যা কর্মক্ষেত্রে কাজে লাগবে।
কর্মশালা শেষে প্রশিক্ষাণার্থীদের সনদপত্র প্রদান করা হয়।