ঢাকা | 12 September 2025

তওহীদভিত্তিক রাষ্ট্রব্যবস্থাই শান্তির একমাত্র গ্যারান্টি--হেজবুত তাওহীদ

Deleted, Deleted
নিউজ প্রকাশের তারিখ :Aug 17, 2025 ইং
ছবির ক্যাপশন: ছবির ক্যাপশন:
ad728


টাঙ্গাইলে হেযবুত তওহীদের উদ্যোগে রাষ্ট্রসংস্কারে হেযবুত তওহীদের প্রস্তাবিত তওহীদভিত্তিক রাষ্ট্রব্যবস্থার উপর আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ শনিবার সকাল ১০টায় টাঙ্গাইল ক্লাব মিলনায়তনে ‘প্রস্তাবিত রাষ্ট্র সংস্কারে আমাদের করণীয়’ শীর্ষক এ আলোচনা সভার আয়োজন করে টাঙ্গাইল জেলা হেযবুত তওহীদ।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন হেযবুত তওহীদের কেন্দ্রীয় সমন্বয়কারী নিজাম উদ্দিন। তিনি তাঁর বক্তব্যে বলেন, জীবনব্যবস্থা হতে পারে দুই ধরনের- মানবরচিত জীবনব্যবস্থা ও স্রষ্টার দেওয়া জীবনব্যবস্থা। এতদিন আমাদের দেশ মানবরচিত জীবনব্যবস্থা অনুযায়ী পরিচালিত হয়ে এসেছে, যা একদিনের জন্যও জাতিকে ঐক্যবদ্ধ হয়ে শান্তিতে থাকতে দেয়নি।

তিনি বলেন, গত ৫৩ বছরে ১৭ বার সংবিধানে সংশোধনী আনা হয়েছে, বহুবার সরকার পরিবর্তন হয়েছে, নতুন নতুন আইন হয়েছে, কিন্তু জাতির একটি মৌলিক সঙ্কটেরও টেকসই সমাধান হয়নি। মূলত মানবরচিত জীবনবিধান দিয়ে যত মহান নেতা বা দলই দেশ শাসন করুক তারা ব্যর্থ হতে বাধ্য। সুতরাং বাংলাদেশের ইতিহাসের এই সংকটকালে আমাদের প্রস্তাবনা হলো- আসুন আমরা মানবরচিত ত্রুটিপূর্ণ জীবনবিধানের চর্চা বাদ দিয়ে, আল্লাহর দেওয়া নিখুঁত, ঐশী জীবনবিধান গ্রহণ করে নিই।

হেযবুত তওহীদ আল্লাহর দেওয়া সেই তওহীদভিত্তিক রাষ্ট্রব্যবস্থা কায়েমেরই চেষ্টা করে যাচ্ছে। মানবরচিত কোনো বিধানে শান্তি আসবে না, তওহীদভিত্তিক রাষ্ট্রব্যবস্থাই শান্তির একমাত্র গ্যারান্টি দিতে পারে। -বলেন তিনি।

ইতিহাস তুলে ধরে তিনি বলেন, আজ থেকে প্রায় দেড় হাজার বছর আগে আরবের জাহেলি সমাজের চিত্র পাল্টে দিয়েছিল ইসলাম। রসুল (সা.) সকলকে ঐক্যবদ্ধ করে তওহীদভিত্তিক দীনুল হক বা আল্লাহর দেওয়া জীবনব্যবস্থা প্রতিষ্ঠার পর ক্রমান্বয়ে আরবের চেহারা পাল্টে যায় এবং অনাবিল শান্তি, সুবিচার ও নিরাপত্তা প্রতিষ্ঠিত হয়। এমন নিরাপদ সমাজ গঠিত হয় যে, একা একজন নারী রাতের অন্ধকারে নির্ভয়ে শত শত মাইল পথ হেঁটে যেত; মানুষ ঘরের দরজা খুলে ঘুমাতে পারত; স্বর্ণের দোকান খোলা রেখে মসজিদে যেত; আদালতে মাসের পর মাস অপরাধ-সংক্রান্ত মামলা আসত না। মানবাধিকার এমনভাবে প্রতিষ্ঠিত হয়েছিল যে, ধর্ম-বর্ণ, সাদা-কালো, নারী পুরুষ, ধনী দরিদ্র, আরব-অনারব, মুসলিম-অমুসলিম, মালিক-শ্রমিক ভেদাভেদ ছিল না। সবাই সমাজের চোখে সম্মান ও মর্যাদার অধিকারী হয়েছিল। এমনি একটি সমাজব্যবস্থা প্রতিষ্ঠা করতে তওহীদভিত্তিক জীবনব্যবস্থার বিকল্প নেই।- বলেন হেযবুত তওহীদের এই নেতা।

এর আগে শুভেচ্ছা বক্তব্যে ময়মনসিংহ বিভাগীয় সভাপতি এনামুল হক বাপ্পা বলেন, শেষ নবী মোহাম্মদ (সা.) এর মাধ্যমে আল্লাহ যে দীন পাঠিয়েছেন, সেখানে যেমন নামাজ রোজা ইত্যাদির বিধান দিয়েছেন, একইভাবে তিনি রাজনৈতিক, অর্থনৈতিক, বিচারিক, সামরিক ইত্যাদি সকল বিষয়ের বিধানও দিয়েছেন। যিনি সৃষ্টি করেছেন তিনিই সবচেয়ে ভালো জানবেন কোন বিধানে মানুষের জীবনে শান্তি আসবে। তাই তাঁর বিধান মেনে নেওয়া আমাদের প্রস্তাব মতে যুক্তিযুক্ত। এই প্রস্তাবের ভিত্তি কেবল বিশ্বাস বা যুক্তি নয়, বরং ইতিহাসই তার সাক্ষী।

টাঙ্গাইল জেলা সাংগঠনিক সম্পাদক মোস্তাফিজুর রহমান টিটুর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন হেযবুত তওহীদের মির্জাপুর উপজেলা সভাপতি হুমায়ুন কবির, টাঙ্গাইল জেলা সাধারণ সম্পাদক মামুন পারভেজ, কেন্দ্রীয় ক্রীড়া সম্পাদক রিয়াল তালুকদার, নিরাপত্তা বিভাগের সম্পাদক মোফাজ্জল হোসেন সরদার, কৃষি বিভাগের সম্পাদক মোতালিব খান প্রমুখ।

অনুষ্ঠানে টাঙ্গাইলের বিভিন্ন উপজেলার শত শত মানুষ অংশগ্রহণ করে। তারা হেযবুত তওহীদের বক্তব্যের সাথে ঐকমত্য পোষণ করেন এবং হেযবুত তওহীদ প্রস্তাবিত তওহীদভিত্তিক রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠার সংগ্রাম চালিয়ে যাবার প্রত্যয় ব্যক্ত করেন।


কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ