ধনবাড়ী (টাঙ্গাইল) প্রতিনিধি
জুলাই আন্দোলনের মাধ্যমে দেশ থেকে ফ্যাসিস্ট হাসিনা পালিয়ে গেলেও এখনো দেশে ফ্যাসিস্ট আওয়ামী দোসর রয়ে গেছে। সেই দোসরা এখানো পায়তারা করছে গণতন্ত্রের এই দেশে যাতে নির্বাচন না হয়। নির্বাচন বন্ধ করার পায়তারা বিএনপি ও দেশের জনগন কোন ভাবেই সহ্য করবে না বলে মন্তব্য করেছেন,বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র কেন্দ্রীয় কমিটি’র অন্যতম নির্বাহী সদস্য অ্যাডভোকেট সুরুজ্জামান সুরুজ।
বৃহস্পতিবার (২৪ জুলাই) বিকেলে তিনি টাঙ্গাইলের ধনবাড়ীতে বিএনপি’র বিক্ষোভ মিছিলের সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথি’র বক্তব্যে এসব কথা বলেন।
ধনবাড়ী উপজেলা ও পৌর বিএনপি’র আয়োজনে ধনবাড়ী-মধুপুরের বিএনপি’র এমপি প্রার্থী স্বপন ফকিরের নির্দেশনায় মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ছবি অবমাননা ও বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কে নিয়ে অশালীন মন্তব্য ও কুটক্তি’র প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
এসময় তিনি আরোও বলেন, শহীদ রাষ্ট্রপতি বিএনপি’র প্রতিষ্ঠাতা বীরমুক্তিযোদ্ধা মেজর জেনারেল জিয়াউর রহমান এবং বিএনপি’র চেয়ারপার্সন সাবেক প্রধান মন্ত্রী বেগম খালেদা জিয়া ও তার সু-যোগ্য সন্তান বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কে নিয়ে কোন ধরণের কুটক্তি মেনে নিবে না বিএনপি’র নেতা-কর্মীরা।
ধনবাড়ী উপজেলা বিএনপি’র সভাপতি অধ্যক্ষ এম আজিজুর রহমান তিনি তার বক্তব্যে বলেন, কোন অপশক্তিই বিএনপি’র মধ্যে কোন ধরণের বিশৃঙ্খলার সৃষ্টি করতে পারবে না। সেই সাথে মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ছবি অবমাননা ও বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কে নিয়ে অশালীন মন্তব্য ও কুটক্তি’র তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে সকল নেতা-কর্মীকে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান।
উপজেলা বিএনপি’র দলীয় কর্যালয় ধনবাড়ী বাসস্ট্যান্ড থেকে একটি বিশাল বিক্ষোভ মিছিল বের হয়ে ধনবাড়ী প্রেসক্লাবের সামনে দিয়ে ঢাকা-টাঙ্গাইল-জয়দেবপুর-জামালপুর মহাসড়ক সহ ধনবাড়ী বাজার প্রদক্ষিণ শেষে দলীয় কার্যালয়ের সমানে এসে এক সংক্ষিপ্ত সমাবেশ করেন তারা।
সংক্ষিপ্ত সমাবশে ধনবাড়ী উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক এনামুল হক ভিপি, পৌর বিএনপি’র সভাপতি এস এম এ ছোবহান ও সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম স্বপন সহ অন্যান্য নেতৃবন্দ বক্তব্য দেন।
বিক্ষোভ মিছিলে ধনবাড়ী উপজেলা, পৌরসভা ও প্রত্যেক ইউনিয়নসহ ওয়ার্ড বিএনপি, যুবদল, ছাত্র দল, মহিলা দল, স্বেচ্ছাসেবক দল, জাসাস, কৃষক দল, শ্রমিক দলসহ সকল সহযোগী অঙ্গ সংগঠনের নেতা ও কর্মীরা উপস্থিত ছিলেন।