ঘাটাইল প্রতিনিধি: প্রতিবন্ধকতা অতিক্রম করে জিপিএ ৫ পেয়েছেন জাইমা জারনাস তানিশা। তিনি বাক ও শ্রবণ প্রতিবন্ধী। সে তার অদম্য ইচ্ছাশক্তিকে কাজে লাগিয়ে এবারের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পেয়ে সেরা সাফল্য অর্জন করেছেন। মুখের ভাষা প্রকাশ করতে না পারলেও মনের ভাষা দিয়েই অর্জিত তার সাফল্য সকলকে অবাক করে দিয়েছে।
তানিশা টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার ঘাটাইল সালেহা ইউসুফজাই বালিকা উচ্চ বিদ্যালয় থেকে ২০২৫ সালের ঢাকা বোর্ডের ভোকেশনাল শাখার নিয়মিত শিক্ষার্থী হিসেবে এসএসসি পরীক্ষায় অংশগ্রহন করেন। সে গতকাল (১০জুলাই) বৃহস্পতিবার ঘোষিত এসএসসি পরীক্ষার ফলাফলে জিপিএ ৫ পেয়ে কৃতিত্বের সাথে উর্ত্তীন হয়েছেন। তার এই কৃতিত্ব সারা উপজেলা বাসীকে তাক লাগিয়ে দিয়েছে।
তানিশার বাড়ি ঘাটাইল উপজেলার সদর ইউনিয়নের কমলাপাড়া গ্রামে। তার বাবা মো. জয়নাল আবেদীন জামালপুর জেলার দেওয়ানগঞ্জের উপজেলা প্রকৌশলী। মা মাফুজুন নাহার বিউটি ঘাটাইল উপজেলার কমলাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক। মেয়ের এমন সাফল্যে তার বাবা-মা দুজনেই আনন্দিত।
তানিশার মা স্কুল শিক্ষিকা বিউটি জানান, ঘাটাইল ক্যান্টনমেন্ট এ প্রতিবন্ধী ও অটিজম শিক্ষার্থীদের প্রতিষ্ঠান প্রয়াসে শিশু শ্রেণি থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত পড়াশোনা করেছে তানিশা। নবম শ্রেনিতে তাকে ভর্তি করা হয় স্থানীয় ঘাটাইল সালেহা ইউসুফজাই বালিকা উচ্চ বিদ্যালয়ে। ওই স্কুল থেকেই সে ২০২৫ সালের এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করে। পড়াশোনা ব্যাপারে স্কুলের শিক্ষকদের পাশাপাশি আমিও সহযোগিতা করতাম। সকলের সহযোগিতার কারনে তার ভালো ফলাফল করা সম্ভব হয়েছে। তানিশার মা আরো জানান, ওই একমাত্র ভাই প্রবাসী। তার ইচ্ছে সে বিদেশে গিয়ে লেখাপড়া করবে।
তার এ সাফল্য তার বিদ্যালয়ের ইংরেজী শিক্ষক বাসুদেব পাল বলেন, তানিশা পরিশ্রমী ও মেধাবী শিক্ষার্থী। বাক প্রতিবন্ধীতা তার লেখাপড়ায় প্রতিবন্ধকতা সৃষ্টি করতে পারেনি। তার অদম্য ইচ্ছাশক্তিই তাকে এ সাফল্য এনে দিয়েছে। ভবিষৎতে সে আরো সাফল্য অর্জন করবে বলে আমরা আশাবাদী।