ঢাকা | 04 November 2025

মধুপুরে সড়ক দুর্ঘটনা ২ জন নিহত

মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি, .
নিউজ প্রকাশের তারিখ :Oct 17, 2025 ইং
ছবির ক্যাপশন: ছবির ক্যাপশন:
ad728

টাঙ্গাইলের মধুপুরে ভয়াবহ ত্রিমুখী সড়ক দুর্ঘটনায় ঘটনাস্থলেই ২ জন নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) বিকেল ৩ টায় মধুপুর উপজেলার পাহাড়ি বনাঞ্চলের টাঙ্গাইল-ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়কের বড়বাইদ এতিমখানা সংলগ্ন এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, বিকাল ৩ দিকে একটি ব্যাটারি চালিত ভ্যান, একটি মাহিন্দ্রা এবং একটি পিকআপ ভ্যানের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের তীব্রতায় ভ্যানটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই মাহিন্দ্রার ২ জন যাত্রীর মৃত্যু হয়। আহত হয়েছেন আরও অন্তত কয়েকজন।
খবর পেয়ে মধুপুর থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করেন। নিহতদের মরদেহ উদ্ধার করে মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে।মধুপুর থানার অরনখোলা পুলিশ ফাঁড়ির এস আই বিমল চন্দ্র পাইন বিষয়টি নিশ্চিত করে বলেন, “ঘটনাটি অত্যন্ত মর্মান্তিক। নিহতদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। দুর্ঘটনা কবলিত যানবাহনগুলো জব্দ করা হয়েছে এবং সড়কে যান চলাচল স্বাভাবিক করা হয়েছে।



কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ