টাঙ্গাইলের মধুপুরে বিভিন্ন হোটেলে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি, বাসি-পচা খাবার সংরক্ষণ ও মেয়াদোত্তীর্ণ খাবার পরিবেশনের দায়ে তিন হোটেল ব্যবসায়িকে ২৩ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত। ২ সেপ্টেম্বর মঙ্গলবার বিকেলে উপজেলার কয়েকটি বাজারে ভ্রাম্যমান আদালত পরিচালনাকালে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারি কমিশনার (ভূমি) রিফাত আন্জুম পিয়া এই জরিমানা করেন।
জানা যায়, চাপড়ী বাজারের হায়দার হোটেল, গারোবাজারের হোটেল মদীনা এন্ড রেস্টুরেন্ট ও হায়দার হোটেলে উম্মুক্ত জায়গায় ঢাকনা ছাড়া খাবার রাখা, অস্বাস্থ্যকর পরিবেশে খাবার রান্না, দীর্ঘদিনের বাসি-পচা খাবার ফ্রিজে সংরক্ষণ, মেয়াদোত্তীর্ণ খাবার পরিবেশন করায় তাদের এই জরিমানা করা হয়।
এ সময় বাসি-পচা খাবার ময়লার ঝুড়িতে ফেলে দেওয়া হয়।