ঢাকা | 12 September 2025

মধুপুরের সাংবাদিক বাবুল রানা আর নেই

Deleted, Deleted
নিউজ প্রকাশের তারিখ :Aug 27, 2025 ইং
ছবির ক্যাপশন: ছবির ক্যাপশন:
ad728

রাজধানী টেলিভিশনের মধুপুর প্রতিনিধি সদা হাস্যোজ্জ্বল গণমাধ্যমকর্মী বাবুল রানা পৃথিবীর মায়া ত্যাগ করে বিদায় নিয়েছেন। তিনি ২৬ আগস্ট মঙ্গলবার বিকেল সাড়ে পাঁচটায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরণ করেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৫ বছর। তিনি স্ত্রী, তিন মেয়ে, আত্মীয় স্বজন ও অসংখ্য গুণগ্রাহি রেখে গেছেন। তার মৃত্যুতে মধুপুরে বিভিন্ন মহলে শোকের ছায়া নেমে এসেছে।
বাবুল রানা মধুপুর উপজেলা প্রেসক্লাবর সভাপতিসহ বিভিন্ন সামাজিক সংগঠনে যুক্ত ছিলেন। তার মৃত্যুতে মধুপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জুবায়ের হোসেন গভীর শোক প্রকাশ করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেছেন। 
এছাড়া মধুপুর প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক জয়নাল আবেদীন ও সাধারণ সম্পাদক নাজমুছ সাদাৎ নোমান, মধুপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি আব্দুল হামিদ, দৈনিক প্রগতির আলো পত্রিকার সম্পাদক আনোয়ার সাদাৎ ইমরানসহ বিভিন্ন গণমাধ্যমে জড়িত সংবাদকর্মীরা গভীর শোক প্রকাশ করেছেন। 

পারিবারিক সূত্র জানায়, সোমবার রাতে হঠাৎ করেই বাবুল রানা বুকে ব্যাথা অনুভব করেন। প্রাথমিক চিকিৎসার জন্য তাকে মধুুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।



কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ