টাঙ্গাইলের সখীপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় তুহিন (১৫) নামের এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। আজ শুক্রবার সকাল ৯টার দিকে সখীপুর–সাগরদীঘি সড়কের কচুয়া বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত তুহিন পার্শ্ববর্তী ঘাটাইল উপজেলার জোড়দীঘি গ্রামের প্রবাসী মাসুদ রানার ছেলে এবং স্থানীয় জোড়দীঘি উচ্চবিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার সকালে মোটরসাইকেল নিয়ে সখীপুরের দিকে আসছিলেন। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি অটোভ্যানের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হলে তিনি গুরুতর আহত হন। পরে তাঁকে উদ্ধার করে সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
সখীপুর থানার উপপরিদর্শক (এসআই) মোশারফ হোসেন চৌধুরী বলেন, নিহত তুহিনের মা-বাবার আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।