কথায় আছে ‘কারো পৌষ মাস, কারো সর্বনাশ’ শীতকাল ধনীদের কাছে অনেক সুখকর সময় হলেও দুস্থ অসহায় মানুষের কাছে সর্বনাশই। কারণ, শীতকাল এলেই ধনী বা মধ্যবিত্তদের মাঝে বাহারি ডিজাইন ও নানা রঙের শীতের পোশাক কেনার ধুম পড়ে যায়। আর যাদের সামান্য একটি শীতের পোশাক কেনার সামর্থ্য নেই, তাদের কাছে শীতকাল মানেই সর্বনাশ। সেদিকে তাকিয়ে আন্তর্জাতিক মানের এনজিও সিসিডিবি'র আওতায় বিভিন্ন এলাকার অসহায় শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।
সোমবার (১২ জানুয়ারি) দুপুরে সিসিডিবি এর হলরুমে এই শীতবস্ত্র কম্বল বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। সিসিডিবি'র (সিসিডিবি মাইক্রো ফাইন্যান্স প্রোগ্রাম) সহযোগিতায় এ কর্মসূচির আয়োজন করা হয়।
অনুষ্ঠানে মধুপুর, ঘাটাইল ও ফুলবাড়িয়া এলাকার ৫শ’৪০ জন অসহায় ও দুস্থ মানুষের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করা হয়।
শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে উপস্থিত থেকে শীতার্তদের হাতে শীতবস্ত্র তুলে দেন, সিসিডিবি এর এরিয়া কোঅরডিনেটর মো. নজরুল ইসলাম, ইনচার্জ ম্যানেজার আঙ্গুর মিয়া, ব্যবস্থাপক পবিত্র কুমার সরকার, সুনামগঞ্জ বনিক সমিতির সভাপতি আলহাজ্ব আনছার আলী, সিরাজনগর গারোবাজার পরিচালনা পরিষদের সহ-সভাপতি মো. মোস্তফা ফকির, সমাজসেবক বাবুল খান প্রমুখ।
এরিয়া কোঅরডিনেটর মো. নজরুল ইসলাম বলেন, আমাদের সিসিডিবি সারাদেশের অধিকাংশ জেলা ও উপজেলা শহর এবং গ্রামের বিভিন্ন স্থানে অসহায় দুস্তমানুষের মাঝে কম্বল বিতরণ করেছে এবং এ বিতরণ চলমান রয়েছে।
তার তত্বাবধানে ৫'শ ৪০ জন মানুষ কম্বল পেয়েছেন। ভবিষ্যতে এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে বলেও জানিয়েছেন তিনি।