ঢাকা | 04 November 2025

‘টিকা দিছি, একটুও ব্যাথা পাইনাই’

স্টাফ রিপোর্টার, .
নিউজ প্রকাশের তারিখ :Oct 12, 2025 ইং
ছবির ক্যাপশন: ছবির ক্যাপশন:
ad728
ভয়ে ভয়ে পা বাড়ালো শিশুটি। আতঙ্ক নিয়ে বসলো চেয়ারে। ছানাবড়া চোখ। একবার তাকাচ্ছেন সিরিঞ্জের দিকে আবার অন্য দিকে। এরই ফাঁকে সতর্কতার সাথে কয়েক সেকেন্ডেই টিকা দেওয়ার কাজ সম্পন্ন করলেন টিকাদানকর্মী। চেয়ার থেকে উঠে এসেই শিশুটি হাসিমুখে বললেন, ‘টিকা দিছি, একটুও ব্যাথা পাইনাই।’ ভিরু পায়ে গিয়ে সাহস নিয়ে বেরিয়ে আসা শিশুর নাম জান্নাতুল তাসনিম। মধুপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণির শিক্ষার্থী তিনি। টাঙ্গাইলের মধুপুর উপজেলা পরিষদ মিলনায়তনে টাইফয়েডের টিকাদান কর্মসুচির উদ্বোধনী অনুষ্ঠানের শেষ পর্যায়ে টিকাগ্রহণ করনে তিনি। 

রোববার সকালে উদ্বোধনী অনুষ্ঠানের পর উপজেলার বিভিন্ন বিদ্যালয়ের সাড়ে ৫হাজার শিশুকে টিকা প্রদান করা হয়। 

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ সাইদুর রহমান জানান, স্কুল, মাদ্রাসা, কিন্ডারগার্টেন, কওমী মাদরাসাসহ সকল শিক্ষা প্রতিষ্ঠানে শান্তিপূর্ণভাবে টিকাদান কর্মসূচি শুরু হয়েছে। মধুপুর উপজেলায় ৮১ হাজার ৫ শত ২৯ জন শিশুকে টিকা দেওয়ার লক্ষ্য নিয়ে কার্যক্রম চলছে। 

মধুপুরে টিকাদান কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জুবায়ের হোসেন। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোহাম্মদ সাইদুর রহমান। এসময় উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. শফিকুল ইসলাম, মধুপুর প্রেসক্লাবের সভাপতি জয়নাল আবেদীন, দৈনিক প্রগতির আলো পত্রিকার সম্পাদক আনোয়ার সাদাৎ ইমরান, মহিলা বিষয়ক কর্মকর্তা শারমিন সুলতানা সুমি, আইসিটি কর্মকর্তা আব্রারুল হক শিমুল, ইসলামিক ফাউন্ডেশনের সুপারভাইজার আব্দুল আলীম প্রমুখ।

অনুষ্ঠানে শিক্ষক-শিক্ষার্থী, স্কাউট সদস্য ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।



কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ