টাঙ্গাইলের মধুপুরে আগামী ২৫ ডিসেম্বর খ্রিস্টান ধর্মাবল্বমীদের ধর্মীয় উৎসব বড়দিন উপলক্ষে বিভিন্ন গীর্জার প্রতিনিধি ও খ্রিস্টান নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২২ ডিসেম্বর) মধুপুর থানার আয়োজনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মধুপুর থানা প্রাঙ্গনে অনুষ্ঠিত মতবিনিময় সভায় পুলিশ সুপার মুহাম্মদ শামসুল আলম সরকারের পক্ষে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দিকনির্দেশনামুলক বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) মোঃ আদিবুল ইসলাম, পিপিএম-সেবা। ভায় আসন্ন বড়দিন উদযাপনকে ঘিরে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, নিরাপত্তা ব্যবস্থা জোরদার, ধর্মীয় সম্প্রীতি বজায় রাখা এবং যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা প্রতিরোধে পারস্পরিক সহযোগিতার বিষয়ে আলোচনা করা হয়। জেলা পুলিশ টাঙ্গাইল এর পক্ষ থেকে বড়দিন উপলক্ষে সার্বিক নিরাপত্তা নিশ্চিত করার আশ্বাস প্রদান করা হয়।
এসময় খ্রিস্টান নেতৃবৃন্দ পুলিশ প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং শান্তিপূর্ণভাবে বড়দিন উদযাপনে সর্বাত্মক সহযোগিতার অঙ্গীকার ব্যক্ত করেন।সভায় টাঙ্গাইল জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ ও অন্যান্য অফিসারবৃন্দ সহ বিভিন্ন গীর্জার প্রতিনিধি, ধর্মীয় নেতা ও খ্রিস্টান সম্প্রদায়ের গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।