ঢাকা | 27 July 2025

শাজাহান সিরাজের পঞ্চম মৃত্যুবার্ষিকী আজ

., .
নিউজ প্রকাশের তারিখ :Jul 14, 2025 ইং
ছবির ক্যাপশন: মহান স্বাধীনতার ইশতেহার পাঠক, ষাটের দশকের তুখোর ছাত্রনেতা ও সাবেক মন্ত্রী শাজাহান সিরাজের পঞ্চম মৃত্যুবার্ষিকী সোমবার(১৪ জুলাই)। তিনি ২০২০ সালের ১৪ জুলাই ৭৭ বছর বয়সে মৃত্যুবরণ করেন। ছবির ক্যাপশন: মহান স্বাধীনতার ইশতেহার পাঠক, ষাটের দশকের তুখোর ছাত্রনেতা ও সাবেক মন্ত্রী শাজাহান সিরাজের পঞ্চম মৃত্যুবার্ষিকী সোমবার(১৪ জুলাই)। তিনি ২০২০ সালের ১৪ জুলাই ৭৭ বছর বয়সে মৃত্যুবরণ করেন।
ad728

মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক শাজাহান সিরাজের মৃত্যুবার্ষিকী উপলক্ষে ঢাকা ও তাঁর জন্মস্থান টাঙ্গাইলের কালিহাতীতে শাজাহান সিরাজ ওয়েলফেয়ার ট্রাস্টের উদ্যোগে নানা কর্মসূচিগ্রহণ করা হয়েছে। প্রয়াত বীরমুক্তিযোদ্ধা শাজাহান সিরাজের মেয়ে ব্যারিস্টার সারওয়াত সিরাজ শুক্লা বিষয়টি নিশ্চিত করেছেন

 প্রকাশ, শাজাহান সিরাজ ৬৬’র ছয় দফা ও ৬৯’র গণঅভ্যুত্থানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। ১৯৭১ সালের ৩ মার্চ মহান স্বাধীনতার ইশতেহার পাঠ করেন। তিনি ১৯৭২ সালে নতুন রাজনৈতিক দল জাসদ(সিরাজ) গঠন করেন এবং পরে এমপি নির্বাচিত হন। পরবর্তীতে জাসদ বিলুপ্ত করে বিএনপির রাজনীতিতে যোগদান করেন।

 তিনি জাতীয় সংসদের টাঙ্গাইল-৪(কালিহাতী) আসন থেকে পাঁচবার জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হন। তিনি ১৯৯১ সালে বিএনপির শাসনামলে নৌপরিবহন প্রতিমন্ত্রী এবং ২০০১ সালে বন ও পরিবেশ মন্ত্রীর দায়িত্ব পালন করেন। মৃত্যুর পর তাকে ঢাকার বনানী কবরস্থানে দাফন করা হয়েছে



কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ