ভোট নিয়ে ফ্যাসিবাদি চক্র ও তাদের দোসররা ষড়যন্ত্র করছে বলে মন্তব্য করেছেন বিএনপি'র প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু। শনিবার রাতে টাঙ্গাইল প্রেসক্লাবে পুরস্কার বিতরন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। তিনি আরও বলেন, রোজার আগে ফেব্রুয়ারিতে নির্বাচনের ঘোষণা করেছে এবং সেই অনুযায়ী চিঠিও দিয়েছে। এতে জাতি আশ্বস্ত হয়েছে। দেশ গণতন্ত্রের দিকে ফিরে যাচ্ছে, মানুষ তার ভোটাধিকার পাচ্ছে।
টুকু বলেন, ভোট নিয়ে ফ্যাসিবাদী চক্র তার দোসররা ষড়যন্ত্র করবে এটাই স্বাভাবিক। তারপরও ফ্যাসিবাদী বিরোধী আন্দোলনে যারা ঐক্যবদ্ধ ছিল তারা আগামী দিনে এবং সকল ষড়যন্ত্র দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে ষড়যন্ত্র রুখে দিয়ে মানুষ তার গণতন্ত্র প্রতিষ্ঠিত করবে ইনশাল্লাহ।
তিনি আরও বলেন, সেটি একমাত্র ভোটের মধ্যে দিয়ে গণতন্ত্র প্রতিষ্ঠিত করবে । যেহেতু মাননীয় প্রধান উপদেষ্টা রোজার পূর্বেই নির্বাচনের কথা ঘোষণা দিয়েছেন। সেহেতু কোন অপশক্তি এই নির্বাচনকে প্রতিহত করতে পারবে না। যেহেতু রাষ্ট্রের একজন দায়িত্বশীল ব্যক্তি এই নির্বাচনের কথা বলেছেন। সে ক্ষেত্রে আমরা আশ্বস্ত এবং আমরা সাধুবাদ জানাই। তাই আমি মনে করি আগামী নির্বাচন ফেব্রুয়ারি মাসেই হবে।
অনুষ্ঠানে টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি জাফর আহমেদের সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহিন, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ফরহাদ ইকবাল, জেলা বিএনপির সাবেক সদস্য সচিব মাহমুদ হক সানু প্রমুখ।
এসময় টাঙ্গাইল প্রেসক্লাবের সদস্য ও তাদের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।