ঢাকা | 12 September 2025

টাঙ্গাইলে আন্তজেলা ডাকাত দলের ৭ জন গ্রেফতার

Deleted, Deleted
নিউজ প্রকাশের তারিখ :Aug 27, 2025 ইং
ছবির ক্যাপশন: ছবির ক্যাপশন:
ad728
টাঙ্গাইলের ঘাটাইলে বসতবাড়িতে পটকার বিস্ফোরণ  ঘটিয়ে চঞ্চল্যকর ডাকাতির ঘটনায় আন্ত:জেলা ডাকাত দলের ৭ সদস্যকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ ডিবি (উওর)।

আজ বুধবার (২৭ আগস্ট) সকালে টাঙ্গাইল পুলিশ সুপার মিজানুর রহমান প্রেস ব্রিফিং এ জানান। গত ১৮ আগষ্ট ঘাটাইল উপজেলার চর পাকুটিয়া, জনৈক অমর বনিক এর বসত বাড়িতে ১০/১২ জন ডাকাত অস্রসহ হামলা চালিয়ে নগদ টাকা মোবাইল  ও স্বর্ণালংকার সহ ৬লাখ ৪১ হাজার টাকার মালামাল লুট কোরে পালিয়ে যায়। এসময় ভুক্ত ভোগী বাধা দিলে ডাকাতরা তাকে ছুরিকাঘাত করে।  পরে অমর বনিক বাদী হয়ে ঘাটাইল থানায় একটি ডাকাতি মামলা দায়ের করেন। 

গত ২৪ আগস্ট পুলিশ বিভিন্ন তথ্য প্রযুক্তি ব্যাবহার করে ডাকাত দলের সক্রিয় সদস্য সোহাগ মন্ডলকে গ্রেফতার করে। পরে তার কাছ থেকে লুণ্ঠিত মোবাইল উদ্ধার করে। পরে তাকে আদালতে সোপর্দ করলে আসামী ঘাটাইলে সংগঠিত ডাকাতিরসাথে জরিত থাকার কথা আদালতে স্বীকার করেন। পরে তারই স্বীকারোক্তি ও তথ্যের ভিত্তিতে মাস্টার মাইন্ড মিন্টুকে নেত্রকোনার কেন্দুয়া থেকে গ্রেফতার করে। মিন্টুর তথ্যের ভিত্তিতে গাজীপুরের কোনাবাড়ি থেকে ডাকাত দলের অন্যন্য সদস্যদের গ্রেফতার ও লুন্ঠিত মালামাল উদ্ধার করে। 

ডাকাত দলের সদস্যরা আন্তঃজেলা সক্রিয় সদস্য। এরা মহাসড়কে ডাকাতি সহ বিভিন্ন জায়গায় ডাকাতি সংগঠিত করে। তাদের বিরুদ্ধ বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। আসামীদের আদালতে প্রেরনের   প্রকিৃয়া চলছে।


কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ