টাঙ্গাইলের কালিহাতীতে জামি'আতুল উলূমিল ইসলামিয়া হামিউস্ সুন্নাহ্ মাদরাসায় তৃতীয় শ্রেণীর সমাপনি শিক্ষার্থীদের জন্য দোয়া মাহফিল, দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থীদের কুরআনুল কারিমের সবক প্রদান ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৪ অক্টোবর) সকালে উপজেলার উত্তর বেতডোবা মাদানীনগর এলাকায় মাদ্রাসা প্রাঙ্গণে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে অত্র মাদ্রাসার সভাপতি আলহাজ্ব ডাঃ হানিফ উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চট্টগ্রাম নূরানী তা'লিমুল কুরআন বোর্ডের কেন্দ্রীয় প্রশিক্ষক ও পরিদর্শক হযরত মাওলানা ক্বারী লোকমান হোসেন।
বিশেষ অতিথি, অত্র জামি'আর মুহতামিম হযরত মাওলানা আল আমিন হুজাইফি।
অনুষ্ঠানে বক্তারা বলেন, নৈতিক শিক্ষা ও কুরআন শিক্ষার মাধ্যমে শিশুদের সঠিক মানুষ হিসেবে গড়ে তোলার কোনো বিকল্প নেই। এসময় শিক্ষার্থীদের জন্য দোয়া করা হয় এবং অভিভাবকদের উদ্দেশে সন্তানদের ইসলামী আদর্শে গড়ে তোলার আহ্বান জানানো হয়।সমাবেশের আয়োজন করেন মাদরাসার নূরানী বিভাগ।
শেষে দোয়া ও মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়।