ঢাকা | 15 January 2026

ভূঞাপুরে সামাজিক অন্যায় ও অনিয়ম বন্ধে আলোচনাসভা ও পুরস্কার বিতরণ

স্টাফ রিপোর্টার, .
নিউজ প্রকাশের তারিখ :Nov 20, 2025 ইং
ছবির ক্যাপশন: ছবির ক্যাপশন:
ad728
টাঙ্গাইলের ভূঞাপুরে উপজেলা প্রশাসন ও ইসলামি ফাউন্ডেশনের  আয়োজনে সন্ত্রাস ও উগ্রবাদ নিরসন, নারী  নির্যাতন, বাল্য বিবাহ, যৌতুক প্রতিরোধ, মাদকাসক্তি নির্মূল এবং দুর্নীতি প্রতিরোধে করণীয় শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২০ নভেম্বর) সকালে উপজেলা হল রুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। 

উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুব হাসানের সভাপতিত্বে বক্তব্য রাখেন, ইসলামী ফাউন্ডেশনের উপ পরিচালক  মোস্তাফিজুর রহমান, ফিল্ড অফিসার মোস্তাক আহমেদ, এস আই এমারত হোসেন, প্রশিক্ষক দেলোয়ার হোসেন, রাশিদুল ইসলাম, মোস্তাক আহমেদ, রাশেদুল ইসলাম প্রমুখ।

দিন ব্যাপি আলোচনা সভায় বিভিন্ন ইউনিয়নের মসজিদের ইমাম ও মাদ্রাসার সুপার, শিক্ষক শিক্ষিকা অংশ নেন। 

অনুষ্ঠানে ১ম থেকে ৭ম শ্রেনী পর্যন্ত, কিরাআত, কবিতা আবৃত্তি, হামদ নাত,  উপস্থিত বক্তৃতায় ৬০ জন স্কুল ও মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।


কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ