স্টাফ রিপোর্টার
জলবায়ু পরিবর্তনের ঝুঁকি কমাতে ও পরিবেশ বাঁচাতে টাঙ্গাইলে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
২৪ জুলাই বৃহস্পতিবার সকালে টাঙ্গাইল শহরের সরকারি শিশু পরিবার (বালক) এ বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজনে করে
"সবুজ পৃথিবী" নামে একটি স্বেচ্ছাসেবক সংগঠন।
অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন জেলা বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা হামিদুল হক মোহন।
এ সময় সরকারি শিশু পরিবার (বালক) এর শিশুরা প্রতিষ্ঠানটির ক্যাম্পাসে বিভিন্ন ফলজ গাছের চারা রোপন করে।
টাঙ্গাইল সাংবাদিক ইউনিয়নের সভাপতি শামসাদুল আখতার শামীম, কোষাধক্ষ্য মহিউদ্দিন সুমন, সকাল পরিষদের সভাপতি নুরুল ইসলাম বাদল , সবুজ পৃথিবীর সহ-সভাপতি আব্দুর রহমান, সাধারণ সম্পাদক শহীদ মাহমুদ এ সময় উপস্থিত ছিলেন।