ঢাকা | 27 July 2025

ঢাকায় স্কুলে বিমান বিধ্বস্ত ॥ নিহত ২০ ॥ চিকিৎসাধীন ১৭১

., .
নিউজ প্রকাশের তারিখ :Jul 21, 2025 ইং
ছবির ক্যাপশন: ছবির ক্যাপশন:
ad728
স্টাফ রিপোর্টার
রাজধানীর উত্তরার দিয়াবাড়ীতে বাংলাদেশ বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ভবনে বিধ্বস্ত হয়েছে। মর্মান্তিক এই ঘটনায় পাইলটসহ ২০জন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ১৭১ জন। সেনাবাহিনীর আন্তঃবাহিনীর জনসংযোগ পরিদপ্তর আইএসপির এই তথ্য নিশ্চিত করেছে। তারা জানিয়েছে, সোমবার বেলা ১টা ছয় মিনিটে এফ-৭ প্রশিক্ষণ বিমানটি উড্ডয়নের পরপরই বিধ্বস্ত হয়।

রাজধানীর উত্তরায় বিমান বাহিনীর বিধ্বস্ত প্রশিক্ষণ বিমানটির পাইলট ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলাম সাগর মারা গেছেন।
সোমবার (২১ জুলাই) বিকেলে আইএসপিআর থেকে পাঠানো এক বার্তায় বলা হয়, এখন পর্যন্ত নিহত হয়েছেন ২০ জন এবং আহত হয়ে বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ১৭১ জন।

তালিকা অনুযায়ী, কুয়েত মৈত্রী হাসপাতালে আহত ৮ জন, জাতীয় বার্ন ইনস্টিটিউটে আহত ৭০ জন, ঢাকা মেডিকেলে ৩ জন, সিএমএইচে আহত ১৭ জন, কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ১ জন, উত্তরার লুবনা জেনারেল হাসপাতাল অ্যান্ড কার্ডিয়াক সেন্টারে ১১ জন, উত্তরা আধুনিক হাসপাতালে আহত ৬০ জন, উত্তরা ক্রিসেন্ট হাসপাতালে আহত ১ জন— মোট ১৭১ জন আহত অবস্থায় ভর্তি রয়েছে।

এ ছাড়া বার্ন ইনস্টিটিউটে ২ জনের মরদেহ, ঢাকা মেডিকেলে ১ জনের মরদেহ, সিএমএইচে ১২ জনের মৃতদেহ, কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ২ জনের, লুবনা জেনারেল হাসপাতালে ২ জনের এবং উত্তরা আধুনিক হাসপাতালে ১ জনের—মোট ২০ জনের মৃতদেহ রয়েছে।

অর্থ্যৎ আইএসপিআরের তথ্য অনুযায়ী বিমান বিধ্বস্তের ঘটনায় এখন পর্যন্ত ২০ জন নিহত এবং আহত হয়েছে অন্তত ১৭১ জন।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, সোমবার দুপুর ১টা ৬ মিনিটে বাংলাদেশ বিমানবাহিনীর এফ-৭ বিজিআই প্রশিক্ষণ বিমানটি উড্ডয়নের পরপরই বিধ্বস্ত হয়। বিমানটি বিধ্বস্ত হওয়ার সাথে সাথেই আগুন ধরে যায়। এ সময় বিকট শব্দে সবাই আতঙ্কিত হয়ে পড়েন। বিমানটি উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের হায়দার হল নামের একটি ভবনের ক্যানটিনের ছাদে গিয়ে আছড়ে পড়ে।

মাইলস্টোন কলেজের জনসংযোগ কর্মকর্তা শাহ বুলবুল জানান, ‘বিদ্যালয় শাখার ক্যানটিন লাগোয়া একটি ক্লাসরুমে বিমান বিধ্বস্ত হয়। নিরাপত্তা বাহিনী পুরো এলাকা ঘিরে রেখেছে। কলেজ কর্তৃপক্ষকেও ঘটনাস্থলে যেতে দেওয়া হচ্ছে না। শিক্ষাপ্রতিষ্ঠানটির এক কর্মকর্তা জানিয়েছেন, দুর্ঘটনার সময় সেখানে কোচিং ক্লাস ছুটি হওয়ার সময় এই দুর্ঘটনা ঘটে। এই সময় প্রায় ১০০ থেকে ১৫০ জন শিক্ষার্থী ছিল।

উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্তে বহু হতাহতের আশঙ্কা করা হচ্ছে। আশপাশের বিভিন্ন স্টেশন থেকে ফায়ার সার্ভিসের অন্তত ৯টি এবং দুই প্লাটুন বিজিবি, বিমান বাহিনী ও সেনাবাহিনী উদ্ধার কাজে অংশ নেয়।
বিমানটিতে আগুন ধরে যাওয়ায় অনেকে দগ্ধ হয়েছেন। উধ্বারকৃতদের জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটসহ অন্তত ৬টি হাসপাতালে নেওয়া হয়। হতাহতদের অধিকাংশই শিক্ষার্থী। মর্মান্তিক এই দুর্ঘটনায় দেশজুড়ে সব মানুষের হৃদয় ভেঙ্গে গেছে। রাষ্ট্রপতি, প্রধান উপদেষ্টা, উপদেষ্টা পরিষদের সদস্যরা, বিএনপি, জামায়াত, এনসিপিসহ অধিকাংশ রাজনৈতিক সংগঠন প্রধান, সাংস্কৃতিক অঙ্গন, ক্রীড়াঙ্গনসহ সর্বমহল শোক প্রকাশ করেছেন এবং সমবেদনা জানিয়েছেন।


কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ