কালিহাতী প্রতিনিধি:
আজ শনিবার( ২ আগস্ট) কালিহাতী আর এস সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে সূচনা কালিহাতী গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট উদ্বোধন উপলক্ষে এই সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়। ২ আগষ্ট থেকে ৩০ আগষ্ট পর্যন্ত ১৬ টি দল অংশ গ্রহণ করবে।
এ উপলক্ষে আজ শুক্রবার বিকালে ফুটবল খেলার মঞ্চে সাংবাদিকদের সাথে মত বিনিময় করেন,টাঙ্গাইল-৪ (কালিহাতী) আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী, সূচনা কালিহাতীর প্রতিষ্ঠাতা,ফুটবল টুর্ণামেন্টের প্রধান পৃষ্টপোষক, মালয়েশিয়া বিএনপির সভাপতি প্রকৌশলী বাদলুর রহমান খান বাদল।
সূচনা কালিহাতী গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল মালেক এর সভাপতিত্বে সাধারণ সম্পাদক এনামুল হকের সঞ্চালনায় ওই মতবিনিময় সভায় বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।