ঢাকা | 15 January 2026

টাঙ্গাইলের মধুপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহার

প্রগতির আলো ডেস্ক, .
নিউজ প্রকাশের তারিখ :Jan 8, 2026 ইং
ছবির ক্যাপশন: ছবির ক্যাপশন:
ad728
টাঙ্গাইল বন বিভাগের মধুপুর অঞ্চলে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী এবং স্থানীয় বাঙালিদের বিরুদ্ধে দায়েরকৃত ৮৮টি বন মামলা প্রত্যাহারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মোট ১৩৬টি মামলার মধ্যে অবশিষ্ট ৪৮টি মামলা আগামী এক বছর পর শর্তসাপেক্ষে প্রত্যাহারের কথা রয়েছে।

বৃহস্পতিবার পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সভাকক্ষে মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত আন্তঃমন্ত্রণালয় সভায় এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্তটি গৃহীত হয়।টাঙ্গাইল বন বিভাগের আওতায় মধুপুর বনে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ও স্থানীয় বাঙালিসহ মোট ৫০৩ জন অভিযুক্তের বিরুদ্ধে দায়ের করা মামলাগুলো পর্যালোচনা করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এই সিদ্ধান্তের ফলে সারাদেশের বন ও স্থানীয় জনগোষ্ঠীর মধ্যকার দীর্ঘদিনের বিরোধ নিরসনে এক নতুন দিগন্ত উন্মোচিত হলো।সভায় আরও সিদ্ধান্ত নেওয়া হয় যে, মধুপুর বনের চারটি রেঞ্জের ১০টি বনবিটে বিট কর্মকর্তার নেতৃত্বে চার সদস্যবিশিষ্ট কমিটি গঠন করা হবে। এই কমিটিগুলোতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর দুইজন এবং স্থানীয় সহব্যবস্থাপনা কমিটির দুইজন সদস্য থাকবেন। বন অপরাধ কমানো এবং স্থানীয় বিরোধ নিষ্পত্তিতে এসব কমিটি কার্যকর ভূমিকা পালন করবে বলে আশা করা হচ্ছে।

এছাড়াও সভায় বন বিভাগকে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর গো-চারণ, পানি ও ভূমি ব্যবহারের অধিকার নিশ্চিত করার সুনির্দিষ্ট নির্দেশনা দেওয়া হয়।উল্লেখ্য, মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (উন্নয়ন)-কে আহ্বায়ক করে গঠিত আট সদস্যবিশিষ্ট কমিটির সুপারিশের ভিত্তিতে মামলা প্রত্যাহারের এই সিদ্ধান্ত গৃহীত হয়েছে। মোট ১৩৬টি মামলায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর অভিযুক্তের সংখ্যা ছিল ৩১৫ জন এবং স্থানীয় বাঙালি অভিযুক্তের সংখ্যা ছিল ১৮৮ জন, যার সর্বমোট সংখ্যা ৫০৩ জন।

সভায় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সচিব ড. ফারহিনা আহমেদ, অতিরিক্ত সচিব (পরিবেশ) ড. ফাহমিদা খানম, প্রধান বন সংরক্ষক মো: আমীর হোসাইন চৌধুরীসহ আইন মন্ত্রণালয়, ভূমি মন্ত্রণালয়, বন অধিদপ্তর এবং মধুপুরের জয়েনশাহী আদিবাসী উন্নয়ন পরিষদের সভাপতি উপস্থিত ছিলেন। এই উদ্যোগ সারাদেশে বন সংরক্ষণের পাশাপাশি স্থানীয় জনগোষ্ঠীর অধিকার নিশ্চিত করার ক্ষেত্রে সরকারের সদিচ্ছার প্রতিফলন বলে মনে করা হচ্ছে।


কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ