মধুপুর প্রতিনিধি:
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে টাঙ্গাইল-১ মধুপুর-ধনবাড়ী আসন থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি'র মনোনয়ন প্রত্যাশী লেফটেন্যান্ট কর্নেল (অব) মোঃ আসাদুল ইসলাম (আজাদ) এর নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৩১ জুলাই) বিকেলে মধুপুর পৌরসভার ৭ নং ওয়ার্ডের শেওড়াতলায় এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। রানিয়াদ আলীম মাদ্রাসার (অবঃ) সহকারী শিক্ষক মোঃ শামছুল হকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী লেফটেন্যান্ট কর্নেল (অব) মোঃ আসাদুল ইসলাম (আজাদ)। তিনি বলেন,মধুপুরকে মাদকমুক্ত, সন্ত্রাসমুক্ত, দারিদ্র্যমুক্ত,বেকারমুক্ত করতে হলে কর্মসংস্থানের প্রয়োজন। আর বেকারদের কর্মসংস্থান তৈরি করতে হলে প্রথমেই তাদেরকে দক্ষ করে গড়ে তুলতে হবে। সে জন্য প্রয়োজন কারিগরী শিক্ষার। তাই আমি যদি এমপি হতে পারি বা না পারি তার পরও আমার ইচ্ছা এখানে কারিগরী প্রতিষ্ঠান গড়ে তুলবো।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন মধুপুর উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক আবুল কালাম আজাদ। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মধুপুর উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম মাসুদ, মধুপুর উপজেলা বিএনপি মৎস্য বিষয়ক সম্পাদক মোঃ নুরুল আলম মেম্বার , মধুপুর পৌর বিএনপি (২নং ওয়ার্ড) সাবেক সাধারণ সম্পাদক মোঃ মিজানুর রহমান, ৮নং ওয়ার্ড যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মোঃ লালন ফকির,সদস্য মোঃ মোশাররফ হোসেন, মির্জাবাড়ী ইউনিয়ন বিএনপি যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ হাফিজুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আব্দুস সামাদ সাবেক, সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ সুরুজ্জামান লুলু, যুবদল নেতা মিনহাজ হোসেন, ছাত্রদল নেতা মো. মোজাম্মেল হোসেন প্রমূখ।
এ সময় পৌরসভা ও বিভিন্ন ইউনিয়ন থেকে আগত লোকজনে সভাস্থল কানায় কানায় পূর্ণ হয়ে যায়।