স্টাফ রিপোর্টার
টাঙ্গাইল শহরের সমবায় সুপার মার্কেট ব্যবসায়ী মালিক সমিতির উদ্যোগে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৯ জুলাই) সকাল সাড়ে ১১ টায় মার্কেট চত্বরে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে সমবায় ব্যাংক লিমিটেডের অনিয়ম, দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার বিরুদ্ধে অভিযোগ তুলেছেন মার্কেটের ব্যবসায়ীরা।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন টাঙ্গাইল সমবায় সুপার মার্কেট ব্যবসায়ী মালিক সমিতির আহবায়ক রাহেলা জাকির ।
বক্তব্যে বলা হয়, ফ্যাসিস্ট সরকারের আশ্রয়ে দেশের বিভিন্ন প্রতিষ্ঠান দুর্নীতির আখড়ায় পরিণত হয়েছিল। এর ব্যতিক্রম নয় টাঙ্গাইলের কেন্দ্রীয় সমবায় ব্যাংক লিমিটেড। দীর্ঘদিন ধরে ব্যাংকটির সভাপতির দায়িত্ব পালন করে আসছেন মো. কুদরত-ই-এলাহী খান। তার বিরুদ্ধে অভিযোগ, তিনি ব্যাংকের কোটি কোটি টাকা আত্মসাৎ করে সম্পদের পাহাড় গড়েছেন এবং ক্ষমতার অপব্যবহার করে ব্যবসায়ীদের হয়রানি করছেন।
বক্তব্যে আরও জানান, সমবায় সুপার মার্কেটের উন্নয়নের নামে নানা অজুহাতে মার্কেটের দোকানদারদের কাছ থেকে ঘুষ আদায়, দোকান বরাদ্দে অনিয়ম, পুরাতন মালিকদের উচ্ছেদ এবং তাদের জায়গায় নিজের লোক বসানোর মতো ঘটনা ঘটিয়েছেন কুদরত-ই-এলাহী খান। এছাড়াও তার বিরুদ্ধে দায়েরকৃত দুদকের মামলায় তদন্ত চলছে বলে উল্লেখ করা হয়।
ব্যবসায়ীরা অভিযোগ করেন, এসব অনিয়ম ও দুর্নীতির সংবাদ যারা গণমাধ্যমে তুলে ধরছেন, তাদের বিরুদ্ধে হয়রানিমূলক মামলাও দিচ্ছেন কুদরত-ই-এলাহী খান। ব্যবসায়ীরা কুদরত-ই-এলাহীর শাস্তির দাবি জানান।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন— বিএনপি নেতা আলী ইমাম তপন,অ্যাডভোকেট খন্দকার মাহবুবুর রহমান রিপন,ব্যবসায়ী নেতা দেলোয়ার চৌধুরী, বিপ্লব আনসারী,আজগর আলী,শামীম আল মামুন,আমিনুল ইসলাম শাহিন প্রমুখ।
এসময় টাঙ্গাইল জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় সাংবাদিকরা উপস্থিত ছিলেন।