বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা টাঙ্গাইল-৩(ঘাটাইল) আসনের সাবেক এমপি ও সাবেক প্রতিমন্ত্রী লুৎফর রহমান খান আজাদ বলেছেন, রাষ্টকাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে দেশে গণতন্ত্র ও সুশাসন প্রতিষ্ঠা সম্ভব। তাই দেশে গনতন্ত্র ও সুশাসন প্রতিষ্ঠার লক্ষ্যে তারেক রহমান ঘোষিত এই বার্তা দেশের প্রতিটি ঘরে ঘরে পৌছে দিতে হবে। তিনি আজ ১৮ সেপ্টেম্বর শনিবার তার নির্বাচনী এলাকা ঘাটাইল উপজেলার ধলাপাড়া বাজারে ইউনিয়ন বিএনপি আয়োজিত কর্মী সমাবেশে প্রধান অতিথীর বক্তব্যে এ কথা বলেন।
কর্মী সমাবেশে প্রধান বক্তা ছিলেন, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য মাইনুল ইসলাম। উপজেলার ধলাপাড়া ইউনিয়ন বিএনপির সাবেক আহবায়ক ফরিদ আহম্মেদের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাবেক সভাপতি তোফাজ্জল হোসেন সেন্টু, সাবেক সাধারন সম্পাদক আ.খ.ম রেজাউল করিম, পৌর বিএনপি’র সাবেক সভাপতি মনজুরুল হক মঞ্জু, সাবেক সাধারণ সম্পাদক ফারুক হোসেন ধলা, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিক, বিশিষ্ট শিল্পপতি ও সাবেক ছাত্রনেতা মোঃ শামীম মিয়া, কৃষকদল নেতা জিল্লুর রহমান জুলহাস, মহিলাদল নেত্রী লাকী চৌধুরী প্রমূখ। সমাবেশে উপস্থিত ছিলেন ঘাটাইল উপজেলা ও পৌর বিএনপি, যুবদল, ছাত্রদল, শ্রমিক দল, স্বেচ্ছাসেবক দল, মহিলা দল, জনতা দল, কৃষক দল, জিয়া মঞ্চ, মৎস্যজীবী দল এবং বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা জাসাস এর ঘাটাইল উপজেলা শাখার নেতৃবৃন্দ