ঢাকা | 03 November 2025

মধুপুরে ইউএনও’র পিরোজপুর ইয়াকুবিয়া ছিদ্দিকীয়া দাখিল মাদরাসা পরিদর্শন

মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি, .
নিউজ প্রকাশের তারিখ :Sep 23, 2025 ইং
ছবির ক্যাপশন: ছবির ক্যাপশন:
ad728


টাঙ্গাইলের মধুপুরের পিরোজপুর ইয়াকুবিয়া সিদ্দিকিয়া দাখিল মাদরাসা পরিদর্শনে ইউএনও করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও মো. জুবায়ের হোসেন। সোমবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে তিনি প্রতিষ্ঠানটির সার্বিক কার্যক্রম, শিক্ষার পরিবেশ এবং পাঠদানের মান সরেজমিনে ঘুরে দেখেন।

পরিদর্শনকালে ইউএনও শিক্ষকদের সঙ্গে মতবিনিময় করেন। তিনি মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে শ্রেণিকক্ষে দায়িত্বশীলতার সঙ্গে পাঠদানের পাশাপাশি শিক্ষার সার্বিক পরিবেশ উন্নয়নের ওপর জোর দেন।

এ সময় আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি বলেন, “শিক্ষা জাতির মেরুদণ্ড। একটি উন্নত জাতি গঠনে আধুনিক ও মানসম্মত শিক্ষার কোনো বিকল্প নেই। এজন্য শিক্ষক-অভিভাবক-শিক্ষার্থী সবার সম্মিলিত প্রচেষ্টা সবচেয়ে জরুরি।”
মতবিনিময় সভা শেষে মাদরাসার ভারপ্রাপ্ত মাওলানা জয়নাল আবেদীন ও শিক্ষকরা উপজেলা নির্বাহী কর্মকর্তাকে ফুলেল শুভেচ্ছা জানান।

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ৪নং কুড়াগাছা ইউনিয়নের সভাপতি বিএনপি, মোঃ উবাইদুল্লা মাস্টার, সাধারণ সম্পাদক মেঃ রবিউল ইসলাম, সাবেক মেম্বার ৮নং ওয়ার্ডে মজিদ সাহেব, সকল শিক্ষক এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।


কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ